> জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম ২০২৪

জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম ২০২৪

জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম ২০২৪




আপনি কি আপনার জন্ম নিবন্ধন বাতিল করতে চাচ্ছেন? তাহলে আজকের এই লেখাটি সম্পূর্ণ আপনার জন্য।

আজকে আপনাদেরকে জানাবো জন্ম সনদ বাতিল করার নিয়ম সম্পর্কে অর্থাৎ জন্ম সনদ বাতিল আবেদন করার সঠিক নিয়ম কি? জন্ম সনদ বাতিল কেন করবেন? কারা জন্ম সনদ বাতিল করতে পারবে? জন্ম সনদ বাতিল করতে কি কি প্রয়োজন? জন্ম সনদ বাতিল করতে কি কি করতে হবে সকল বিষয়গুলি জানতে পারবেন।

একই ব্যক্তির একাধিক অথবা ডুপ্লিকেট অথবা প্রয়োজনীয় তথ্য ভুল থাকলে আপনি চাইলে আপনার জন্ম সনদপত্রটি বাতিল আবেদন করতে পারবেন। জন্ম সনদপত্র একজন শিশুর জীবনের প্রথম নথিপত্র বা নাগরিকত্ব সার্টিফিকেট।তাই
বর্তমানে এই জন্ম সনদপত্রের প্রয়োজনীয়তা ও ব্যাপক । তবে কোন কারণে আপনার জন্ম সনদপত্র ডাবল হয়ে থাকলে
সেটিও কিন্তু বর্তমানে বিপদজনক।

এমনকি সরকারি ভাবে বলতে গেলে জন্ম সনদ সম্পর্কিত কোন বিষয়ে যেকোনো ধরনের অন্যায় অবিচারকে দন্দনীয় অপরাধ বলা হয়।

তাই আপনার জন্ম সনদপত্র দুইটি হয়ে থাকলে বা বাতিল করার প্রয়োজন মনে করে থাকলে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে jonmo sonod bathil abedhon অর্থাৎ জন্ম সনদ বাতিলের আবেদন করার সঠিক নিয়ম দেখে আবেদন করুন।
জন্ম সনদের এত গুরুত্ব কেন?

একজন নাগরিকের বা একজন জন্মের পর শিশু নাগরিকত্বের নথিপত্র হিসেবে জন্ম সনদ ব্যবহৃত হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে জন্ম সনদপত্র বর্তমানে প্রয়োজন হচ্ছে এর মধ্যে উল্লেখ্যযোগ্য কারণ।

বয়স –শিক্ষা– পরিচয় –ঠিকানা –ভোটার এই সকল কারণে জন্ম সনদ বেশি ব্যবহৃত হচ্ছে।

জন্ম সনদ বাতিল আবেদন করতে কি কি প্রয়োজন?

একটি জন্ম নিবন্ধন সনদপত্র বাতিল করতে হলে উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে। তা না হলে গুরুত্বপূর্ণ নথিপত্র যে কেউই চাইলে অসৎ ভাবে অন্য কারো জন্ম নিবন্ধন সনদটি বাতিল করতে পারবে।

তাই জন্ম সনদ বাতিল আবেদন করতে অবশ্যই উপযুক্ত প্রমাণস্বরূপ নিচের এই ডকুমেন্টস গুলো সঙ্গে থাকতে হবে–জন্ম নিবন্ধন সনদ বাতিল করতে অবশ্যই আপনার ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম সনদ নাম্বারটি প্রয়োজন হবে।
ডিজিটাল জন্ম নিবন্ধনের থাকা জন্ম তারিখটি প্রয়োজন হবে।
আপনার নামে একাধিক জন্ম নিবন্ধন সনদ আছে তার প্রমাণ স্বরূপ যেকোনো ধরনের ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন হবে।
এছাড়াও আপনার নামে একাধিক জন্ম নিবন্ধন আছে তার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধক অফিস থেকে আরো প্রয়োজনীয় কিছু প্রমাণ পত্র চাইতে পারে সেজন্য অবশ্যই আপনার তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

প্রাথমিকভাবে জন্ম নিবন্ধন সনদপত্র বাতিল আবেদন করতে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে।
জন্ম সনদ বাতিল আবেদন ফি কত?

জন্ম সনদ বাতিল বা জন্ম সনদ সংশোধন এগুলির ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধককে অবশ্যই আপনার ফি প্রদান করতে হবে। বলে রাখা ভালো যে বিভিন্ন ধরনের নিবন্ধন অফিসগুলো বিভিন্নভাবে এই ফি পরিমাণ নির্ধারণ করে থাকে।

তবে সরকারিভাবে জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফি মাত্র ১০০ টাকা। অবশ্যই জন্ম নিবন্ধন বাতিল আবেদন করার পূর্বে আপনার একাউন্টে ১০০ টাকা থাকতে হবে। যা আপনার জন্ম নিবন্ধন বাতিল করার প্রয়োজনে ফি প্রদান করতে হবে।
জন্ম নিবন্ধন বাতিল করার নিয়ম

জন্ম নিবন্ধন বাতিল করার জন্য একটি সময় অনলাইনে সকল সিস্টেম থেকে থাকলেও বর্তমানে এখন তা বন্ধ আছে। তবে আপনার জন্ম নিবন্ধন ডুবলিকেট বা একের অধিক থেকে থাকলে এখনো পর্যন্ত ম্যানুয়ালি ভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন বাতিল করতে পারবেন।

জন্ম নিবন্ধন বাতিল করার জন্য প্রথমে উপরের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সঙ্গে নিবেন। এবং আপনি যে ইউনিয়ন
পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করেছিলেন সেই ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় সরাসরি আপনি যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন ডুব্লিকেট বা একের অধিক রয়েছে তা প্রমাণপত্র সহ বিবৃতি দিবেন।

সেখানে অবশ্যই প্রমাণপত্রের সঙ্গে শশরীলে আপনাকে উপস্থিত থেকে বিবৃতি প্রদান করতে হবে।

এরপর জনপ্রশাসন কার্যালয়ের কর্মকর্তাদের কাছে সকল বিষয়গুলো যদি সত্যতা প্রমাণিত হয়। তাহলে আপনাকে
জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরম প্রদান করবে। এছাড়াও আপনারা চাইলে অনলাইন থেকে জন্ম নিবন্ধন
বাতিল আবেদন ফরমটি ডাউনলোড করে তা পূরণ করেও সরাসরি আপনি নিয়ে যেতে পারবেন।

সুন্দরভাবে আপনি জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরমে থাকা সঠিক তথ্যগুলি দিয়ে পূরণ করবেন। এছাড়াও
নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরমটি ডাউনলোড এবং কিভাবে পূরণ
করবেন সকল বিষয়।

👉গুগল নিউজে সবার আইটি বিডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এরপরে আপনার ফরমের সঙ্গে প্রয়োজনীয় সকল প্রমাণপত্র সহ আপনার নিকটস্থ জনপ্রশাসন কার্যালয়ের কর্মকর্তাদের তা জমা দিবেন। তারা আপনার সকল বিষয়গুলো পর্যালোচনা করে আপনারা আবেদন পত্রটি গ্রহণ করে জন্ম এবং মৃত্যু সনদ সাইটে তাদের ইউনিক ইউজার আইডি দিয়ে আপনার জন্ম নিবন্ধন বাতিল করে দিবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন ২০২৩ ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুসারে, অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তাই এখন জন্ম নিবন্ধন বাতিল করতে আপনাকে সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/কাউন্সিলর অফিসে যোগাযোগ করতে হবে।
জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরম ডাউনলোড

জন্ম নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে যে আবেদন ফর্মটি প্রয়োজন হবে তা আপনারা খুব সহজেই নিচে থাকা লিঙ্কে ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ জন্ম নিবন্ধন বাতিল এর আবেদন করার জন্য যে ফর্মটি পূরণ করতে হবে সেই ফর্মটির নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Download Here

জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরমটি ডাউনলোড হয়ে গেলে নিকটস্থ যে কোন প্রিন্টার থেকে তা প্রিন্ট আউট দিয়ে নিন। আবেদন ফরমে থাকা প্রয়োজনীয় সকল তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরম পূরণ করার নিয়ম

এখন আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরমে থাকা যে ইনফরমেশন গুলো রয়েছে এই তথ্যগুলো কিভাবে আপনারা পূরণ করবেন এবং কি কি কাজ করবেন।

ভালোভাবে বোঝার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।ছবির সঙ্গে এবং নিচের এই ধাপ গুলো আপনি অনুসরণ
করলে নির্ভুল এবং সঠিকভাবে জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরমটি আপনি পূরণ করতে পারবেন। আর আপনি যদি সঠিকভাবে জন্ম নিবন্ধন সনদ বাতিলের আবেদন পত্রটি নিকটস্থ জনপ্রশাসন কার্যালয়ে জমা দেন তাহলে খুব সহজে তারা আপনাকে বিশ্বস্ত বলে মনে করবে।

জন্ম /মৃত্যু নিবন্ধন নাম্বার – এই ঘরে আপনি আপনার ডিজিটাল ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি দিন।

জন্ম /মৃত্যু নিবন্ধনের তারিখ – এই ঘরে প্রথমে আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ প্রদান করুন। দিন- মাস -বছর এভাবে।

নিবন্ধিত ব্যক্তির নাম – এই খালি জায়গাতে যে ব্যক্তি জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করছে তার নাম।
জন্ম /মৃত্যু তারিখ –এই খালি ঘরে ও আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখটি দিন প্রথম দিন পরে মাস পরের বছর।

ভুল তথ্যের বিবরণ -এখানে তিনটি অপশন বা তিনটি খালি বক্স আপনি পাবেন। (১) বিদ্যমান তথ্য -এখানে আপনার জন্ম নিবন্ধন এ বর্তমানে কি ভুল আছে বা আপনি কেন বাতিল করতে চান সেটি লিখুন।
(২)সংশোধনীয় তথ্য -এখানে আপনি কি আপনার জন্ম নিবন্ধনের সংশোধন করতে চান সেটি লিখে দিন। (৩)সংশোধনের কারণ – এখানে সংক্ষেপে আপনার সংশোধনের কারণ লিখে দিন।

এরপর নিচে থেকে আপনি সংযুক্তি হিসেবে কি প্রমান পত্র কাগজপত্র জমা দিচ্ছেন তা ক) খ) গ) ঘ এই ঘরে উল্লেখ করুন ।  ads

এরপর নিচের দিকে আবেদনকারী স্বাক্ষর নাম ও নিবন্ধিত ব্যক্তির সাথে সম্পর্ক কি এটি আপনি সিল সিগনেচার করে দিন।।
“নিবন্ধকের কার্যালয় কর্তৃক পুরুণীয়”
এই অংশে আপনার কোন কিছু লিখার দরকার নাই এটি নিবন্ধক ও তৎ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি সকল কিছু পূরণ করে স্বাক্ষর এবং নাম সহশিল দিয়ে দিবে।
জন্ম নিবন্ধন করা বাতিল করা আবেদন ফরম বা সংশোধনের আবেদন ফরমটি এভাবে আপনারা পূরণ করে নিবেন।

জন্ম সনদ বাতিল সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

অনলাইনে বর্তমানে জন্ম সনদ বাতিল করা যায় কিনা?


বর্তমানে ২০২৩ সালের নতুন জন্ম এবং মৃত্যু সনদ আইন অনুসারে অনলাইনে জন্ম সনদ বাতিল আবেদনটি স্থগিত করা হয়েছে।তবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ বাতিলের আবেদন ফরমটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে।

জন্ম সনদ বাতিল করার নিয়ম কি?


জন্ম সনদ বাতিল করতে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন সনদ বাতিল আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ স্বশরীলে উপযুক্ত প্রমাণ পত্র সহ দেখা করতে হবে।

জন্ম সনদ বাতিল কি কি কারণে করা যায়?


ডুবলিকেট বা একের অধিক জন্ম সনদ থাকলে বাতিল করা যায়।

জন্ম সনদে মূল তথ্য ভুল থাকলে বাতিল করা যাবে কিনা?


জন্ম সনদপত্রে মূল তথ্য যদি ভুল থাকে, সে ক্ষেত্রে আপনার জন্ম সনদটি বাতিল করার চেয়ে জন্ম সনদ সংশোধন
করাই ভালো।

জন্ম সনদ বাতিল আবেদন ফি কত?


সরকারি নিয়ম অনুসারে জন্ম সনদ বাতিল আবেদন ফ্রি মাত্র ১০০ টাকা।

জন্ম সনদ বাতিল কত দিনে হয়?


জন্ম সনদ বাতিল আবেদন করার তিন থেকে পাঁচ কার্য দিবসেই এটি বাতিল করা সম্ভব।

আপনার জন্য আরও-

নতুন নিয়মে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
আপনার জন্য আরো –ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।ইউটিউবে – ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে–এখানে ভিজিট করুন।ফেসবুকে- ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন









Post a Comment (0)
Previous Post Next Post